মেট্রোরেলে প্রধানমন্ত্রীর সহযাত্রী যারা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২২, ১১:২৯ এএম

মেট্রোরেলে প্রধানমন্ত্রীর সহযাত্রী যারা

অবশেষে যাত্রা শুরু করছে বহুল প্রতীক্ষিত মেট্রোরেল। সবুজ পতাকা উড়িয়ে ও ফিতা কেটে মেট্রো রেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার পর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে নামফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবার প্রথম যাত্রী হিসেবে প্রধানমন্ত্রীকে নিয়ে যাত্রা শুরু করবে মেট্রোরেল।

মেট্রোরেলে প্রধানমন্ত্রীর সহযাত্রী হিসেবে যারা থাকবেন- কৃষক, শ্রমিক, রিকশাচালক, গার্মেন্টস কর্মী, মেট্রোরেলের নির্মাণ শ্রমিক, মুক্তিযোদ্ধা, সব ধর্মের প্রতিনিধি, কূটনীতিক, মন্ত্রী পরিষদের সদস্য এবং সংবাদকর্মীসহ অন্যান্যরা।

মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, মেট্রো রেল পুরোপুরি চালু হলে ঘণ্টায় ৬০ হাজার এবং দিনে পাঁচ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে। ছয়টি কোচসংবলিত প্রতিটি একমুখী মেট্রো ট্রেন প্রতিবারে সর্বোচ্চ দুই হাজার ৩০৮ জন যাত্রী পরিবহন করতে পারবে। মেট্রো রেলে অল্প সময়ে অধিক সংখ্যায় যাত্রী পরিবহন করা সম্ভব হয়।

প্রথম ধাপে চলবে ১০ সেট ট্রেন। আরও দুই সেট ট্রেন প্রস্তুত থাকবে। মাঝের চার কোচের প্রতিটিতে যাত্রী ধারণক্ষমতা ৩৯০ জন। দুই পাশের ট্রেইলার কোচের (ইঞ্জিন) প্রতিটিতে সর্বোচ্চ যাত্রী ধারণক্ষমতা ৩৭৪ জন। নারী যাত্রীদের জন্য থাকছে আলাদা কোচের ব্যবস্থা।

Link copied!