ডিসেম্বর ১, ২০২২, ০৩:২৫ এএম
ছন্দে ফিরল আর্জেন্টিনা। বাঁচা-মরার ম্যাচে দেখা মিলল এক 'দৃঢ়প্রতিজ্ঞ' ছন্দোময় আর্জেন্টিনার। একের পর এক আক্রমণে তাঁরা কাঁপন ধরাল প্রতিপক্ষ পোল্যান্ডের রক্ষণে। লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, এঞ্জো ফার্নান্দেজরা উপহার দিলেন দৃষ্টিনন্দন এক ফুটবলের। পুরোটা সময় কোণঠাঁসা হয়ে রইলেন রবার্ত লেভানদোভস্কিরা।
কত কিছুই না ঘটল এক ম্যাচেই। মেসির পেনাল্টি মিস। যদিও ওই পেনাল্টি নিয়ে আরও বহু বিতর্ক হবে। মেসি সেই পেনাল্টি মিস করাতে যদিও বিতর্ক আর বেশি আগাবে না। সেই টুকু বাদ দিলে মেসির আর্জেন্টিনা এদিন দুই পাখা মেলে রীতিমত আকাশে উড়েছে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার ও হুলিয়ান আলভারেজের কল্যাণে দারুণ এক জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। শঙ্কা উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তাঁরা নাম লেখাল নকআউট পর্বে।
বুধবার রাতে দোহার ৯৭৪ স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের 'সি' গ্রুপের ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। গোটা ম্যাচেই দাপট দেখায় লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রথমার্ধের মেসির ব্যর্থতার হতাশার পর দ্বিতীয়ার্ধে গোল করেন অ্যালিস্তার ও আলভারেজ। ফলে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেও দারুণভাবে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে শিরোপাপ্রত্যাশী দলটি।
পোল্যান্ডের গোলবার লক্ষ্য করে মোট ২৩টি শট নেয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মধ্যে নয়টি ছিল লক্ষ্যে। প্রতিপক্ষের গোলরক্ষক ভোইচেখ শেজনি বাধা হয়ে না দাঁড়ালে আর্জেন্টিনার জয়ের ব্যবধান হতে পারত আরও বড়। তবে মেসির স্পট-কিক অসামান্য দৃঢ়তায় রুখে দিলেও দলের হার ঠেকাতে পারেননি তিনি।
বিপরীতে, জেস্ল মিকনিয়েভিচের শিষ্যরা গোলমুখে নিতে পারে মাত্র চারটি শট। কিন্তু একটিও ছিল না লক্ষ্যে। ফলে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পুরোপুরি অলস সময় পার করতে হয়।
দোহার এই স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে পোল্যান্ডকে ২-০ গোলে হারানোর ফলে আর্জেন্টিনা দুটি বিজয় পেয়েছে একসাথে। প্রথমতঃ শেষ ষোলোর টিকেট পেয়েছে তাঁরা; দ্বিতীয়তঃ গ্রুপ সেরাও হয়েছে মেসির দল।
এ গ্রুপের আরেক ম্যাচে সৌদি আরবকে হারায় মেক্সিকো। এর ফলে গ্রুপ পর্যায়ে দল দুটির অবস্থান দাঁড়ায় যথাক্রমে সৌদি আরব চতুর্থ এবং মেক্সিকো তৃতীয়। যার ফলে আর্জেন্টিনার কাছে হেরেও ভাগ্য খুলে গেছে পোল্যান্ডের।