ফেব্রুয়ারি ২৫, ২০২২, ১১:২০ পিএম
পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার জবাবে ওই দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানিয়েছে ক্রেমলিন। রয়টার্সের এক প্রতিবেদনে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য সমস্যা সৃষ্টি করবে। তবে সেগুলো সমাধানযোগ্য। কারণ রাশিয়া বিদেশি আমদানির উপর নির্ভরতা হ্রাস করেছে।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি তিনি।
ইউক্রেনে বেসামরিক মৃত্যুর বিষয়ে জানতে চাইলে দিমিত্রি পেসকভ বলেন, এই প্রশ্ন সামরিক বাহিনীকে করা উচিত।