রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যোগ্যতা ও ক্ষমতায় থাকা নিয়ে মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেছে ক্রেমলিন। রুশ সরকার স্পষ্টকরে জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট কে থাকবেন, সি সিদ্ধান্ত নেবে রাশিয়ার জনগণ। এনিয়ে কোনো মন্তব্য করার অধিকার জো বাইডেনের নেই।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গতকাল শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে জো বাইডেন বলেন, “ইউক্রেন যুদ্ধে জড়ানো রাশিয়ার কৌশলগত ভুল ছিল। ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না এবং পুতিন ক্ষমতায়ও থাকতে পারবেন না।”
পুতিনের বিষয়ে জো বাইডেনের এমন মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানায় রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় ক্রেমলিন।
মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রে পেসকভ রয়টার্সকে বলেন, “পুতিন ক্ষমতায় থাকবেন কিনা সে সিদ্ধান্ত বাইডেন নেওয়ার কেউ নন। রুশ প্রেসিডেন্টকে নির্বাচন করেছেন রাশিয়ার জনগণ।”
এদিকে, ক্রেমলিনের কড়া সমালোচনার পর মার্কিন প্রশাসনের সুর অনেকটা নরম হয়। পুতিন সম্পর্কে জো বাইডনের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, “জো বাইডেন রাশিয়ার শাসনক্ষমতা পরিবর্তনের কথা বলেননি। বাইডেন বোঝাতে চেয়েছেন, পুতিনকে তাঁর প্রতিবেশী দেশ বা অঞ্চলের ওপর ক্ষমতা দেখাতে দেওয়া যাবে না।”