কোনো নির্বাচনেই আমি ষড়যন্ত্রের বাইরে ছিলাম না: আইভী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২২, ২০২২, ০৩:৩৬ পিএম

কোনো নির্বাচনেই আমি ষড়যন্ত্রের বাইরে ছিলাম না: আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এবারের নির্বাচন অনেক চ্যালেঞ্জিং ছিল এবং এর আগের কোনো নির্বাচনেও আমি ষড়যন্ত্রের বাইরে ছিলাম না। 

নাসিক নির্বাচনের সদ্য বিজয়ী মেয়র শনিবার সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন: জনপ্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া এবং অভিজ্ঞতা’ শীর্ষক এক ভার্চুয়াল সংলাপে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেছেন, ২০১১, ২০১৬ ও ২০২২ এই তিন বছরের সিটি নির্বাচনেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। যদিও আমার সরকার কক্ষমতায় আছে, তবুও প্রতিনিয়ত নানা বাধার সম্মুখীন হয়ে সাধারণ মানুষের আস্থা নিয়ে তাদের ভোটে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছি।

আমার আস্থা-ভরসার জায়গা নারায়ণগঞ্জ এর সাধারণ মানুষ। আমি এজন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে নারায়ণগঞ্জ এর মানুষ আমান সাথে আছে। সংলাপে আরো যুক্তছিলেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সিপিডির সম্মাননীয় ফেলো রওনক জাহান, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার ও শাসন বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, বিএনপির সাংসদ ব্যরিস্টার রুমিন ফারহানা প্রমুখ।

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি সব সময় দলমত নির্বিশেষে সাধারণ মানুষের জন্য কাজ করে গেছি। আমার শক্তি সাধারণ মানুষ। আমি শান্তির পক্ষে কল্যাণের পক্ষে। আমার কোনো গুন্ডা বাহিনী নেই আর থাকবেও না। আমি সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। আর এই শান্তির পক্ষেই নারায়নগঞ্জবাসী বরাবরের মতো এবার ভোট দিয়েছেন।  

তিনি আরো বলেন, আমি বরাবরই ষড়যন্ত্রের শিকার। আমরা দল ক্ষমতায় থাকার পরও এই নির্বাচনে আমি প্রশাসনের কাছ থেকে তেমন কোনো সহযোগিতা পাইনি। বরং আমার বিরোধী প্রার্থী তৈমুর কাকা আমার থেকে বেশি সুবিধা পেয়েছে। আমাদের দলীয় কোন্দল ছিল। সে বিষয়ে আমি কিছু বলব না। তবে সব মিলিয়ে সাধারণ মানুষের ভরস আর ভালোবাসা ও বিশ্বাস আমাকে জয়ী করেছে।  

Link copied!