ফেব্রুয়ারি ৯, ২০২২, ১০:৩০ পিএম
সাড়ে তিন বছর পর মাদার অব ডেমোক্রেসি সম্মানা জনগণের সামনে হাজির করে বিএনপিই দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসির পাত্র বানিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
৩ বছর আগে কানাডার একটি সংগঠন থেকে খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দেওয়া হয়।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) নামের সংগঠন থেকে খালেদা জিয়াকে সম্মাননা দেওয়ার বিষয়টি মঙ্গলবার সামনে আনে বিএনপি। সম্মাননার ক্রেস্টে ২০১৮ সালের ৩১ জুলাই তারিখ উল্লেখ করা আছে।
হাছান মাহমুদ বলেন, ‘সাড়ে তিন বছর পরে হঠাৎ বিএনপি নেতারা গণমাধ্যমের সামনে এসে কথাগুলো বললেন। তাতে পুরো বিষয় এবং বেগম জিয়াকে একটি লাফিং স্টক (হাসির পাত্র) বানিয়ে দেওয়া হয়েছে।’
কানাডার ফেডারেল আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, সেই কানাডার তথাকথিত এক সংস্থা থেকে বিএনপি একটি সার্টিফিকেট কিনেছে। সেটা আবার সাড়ে তিন বছর আগের। কিছু লবিস্ট ফার্মের সঙ্গে বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা দিয়ে, আবার কিছু ফার্মের সঙ্গে বিদেশিদের মাধ্যমে চুক্তি করেছে।