ব্যর্থ উপাচার্য দিয়ে শাবিপ্রবি চলতে পারে না: ভিপি নুর

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২২, ০২:১৭ পিএম

ব্যর্থ উপাচার্য দিয়ে শাবিপ্রবি চলতে পারে না: ভিপি নুর

ব্যর্থ উপাচার্য (ভিসি) দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) চলতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি)  নুরুল হক নুর।

র‌বিবার জাতীয় প্রেস ক্লা‌বের কনফা‌রেন্স লাউ‌ঞ্জে এক স্মরণসভায় তি‌নি একথা ব‌লেন। শহীদ আসাদ স্মর‌ণে ওই আলোচনা সভার আ‌য়োজন ক‌রে‌ শহীদ আসাদ প‌রিষদ।

আলোচনা সভায় নুর ব‌লেন, '“শিক্ষার্থীরা তা‌দের অ‌ধিকার আদা‌য়ে আন্দোলন কর‌ছে আর তা‌দের অভিভাবক বিশ্ব‌বিদ্যাল‌য়ের ভি‌সি প্রথ‌মে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ, পরবর্তী‌তে পু‌লিশ দি‌য়ে শিক্ষার্থী‌দের উপর বর্বর হামলা চা‌লি‌য়ে‌ছেন। আমা‌দের সুস্পষ্ট দা‌বি ব্যর্থ উপাচার্য দি‌য়ে বিশ্ব‌বিদ্যালয় চলতে পা‌রে না।”

সরকার শিক্ষার্থী‌দের বিপ‌ক্ষে গি‌য়ে উপাচা‌র্যের প‌ক্ষে দা‌ড়ি‌য়ে‌ছে উল্লেখ করে ভিপি নুর আরও বলেন, “যেখা‌নে বিনা‌ভো‌টে অনির্বাচিত সরকার অলিখিত বাকশাল কা‌য়েম ক‌রে‌ছে সেখা‌নে গতকাল(শনিবার) দেখলাম ‘একজন উপাচার্য পদত্যাগ কর‌লে ৩৪ জন পদত্যাগ কর‌বেন’ ব‌লে খবর বের হ‌য়ে‌ছে। তা‌দের প্র‌তি শ্রদ্ধা রে‌খে বল‌ছি এসব শিক্ষক‌দের ম‌ধ্যে একবারে সব উপাচার্য যে ভা‌লো বাস্ত‌বে তা বলার অবকাশ নাই। অথচ সরকার শিক্ষার্থী‌দের বিপ‌ক্ষে গি‌য়ে উপাচা‌র্যের প‌ক্ষে দা‌ড়ি‌য়ে‌ছে। এমন‌কি শিক্ষামন্ত্রীকে এখ‌নো কার্যকর পদ‌ক্ষেপ নি‌তে দে‌খি‌নি।”  

এসময়  তিনি দুর্বৃত্তপরায়ণ উপাচা‌র্যের বিরু‌দ্ধে সা‌বেক ছাত্র‌নেতাদের রু‌খে দাড়া‌নোর আহ্বান জানান নুরুল হক।

Link copied!