র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২১, ১১:০৭ এএম

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত হয়েছে। রবিবার (৫ ডিসেম্বর) সকালে ভোলার চর কুকরিমুকরিতে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময়, র‌্যাব বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

ভোলার দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন সংবাদমাধ্যমকে জানান, “র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুজন নিহতের খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে আনার প্রক্রিয়া চলছে।”

এ ছাড়া ঘটনাস্থল থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

চর কুকরি মুরকি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাশেম জানান, “ভোরের দিকে দক্ষিণ আইচা থানার চর কুকরি মুকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জালিয়া খালের পাশে অভিযান চালায় র‌্যাব। এ সময় জলদস্যুরা র‌্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই জলদস্যু নিহত হন। তবে তারা কোন পক্ষের গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।”

তিনি আরও বলেন, “সকালে দুটি মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে নিহতরা ভোলার বাসিন্দা বলে মনে হচ্ছে না। কারণ স্থানীরা তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি।”

Link copied!