কিংবদন্তী তবলাবাদক ওস্তাদ জাকির হুসেন মারা গেছেন। ৭৩ বছর বয়সে তিনি চলে গেলেন।
রবিবার, ১৫ ডিসেম্বর রাত থেকে ওস্তাদ জাকির হুসেনের মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছিল। কিন্তু বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওস্তাদ জাকির হুসেন প্রয়াত। সান ফ্রান্সিসকোর হাসপাতালে তিনি মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে উচ্চ-রক্তচাপের সমস্যায় ভুগছিলেন ওস্তাদ জাকির হুসেন। তার হৃদযন্ত্রেও সমস্যা দেখা দেয়। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতাল থেকে তিনি আর ফিরলেন না।
ওস্তাদ জাকির হুসেনের জন্ম ১৯৫১ সালে, ভারতের মুম্বাইয়ে। তার বাবা আল্লা রাখাও অসাধারণ তবলাবাদক ছিলেন। মাত্র তিন বছর বয়স থেকে তবলা বাজাচ্ছেন ওস্তাদ জাকির হুসেন। সাত বছর বয়সেই অনুষ্ঠান করেছেন।
রবিশঙ্কর, আমজাদ আলি খান, জর্জ হ্যারিসনদের সঙ্গে বাজিয়েছেন তিনি। রবিশঙ্কর বা ওস্তাদ আমজাদ আলি খান বাজাচ্ছেন, আর ওস্তাদ জাকির হুসেন তবলায় সঙ্গত করছেন, এই ছবি এখনো অনেকের মনে অম্লান। তবলার বোলে তিনি মন্ত্রমুগ্ধ করে রাখতে পারতেন শ্রোতাদের। সারা বিশ্বজুড়ে শ্রোতাদের ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছেন তিনি। সেইসঙ্গে পেয়েছেন অসংখ্য পুরস্কার। ভারত সরকারও তাকে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মান দিয়েছিল।