বিজয়া দশমী : দেবীর ইঙ্গিতকে আশীর্বাদ রূপে দেখছে ভক্তরা

অভিশ্রুতি শাস্ত্রী

অক্টোবর ২৫, ২০২৩, ০২:৫২ এএম

বিজয়া দশমী : দেবীর ইঙ্গিতকে আশীর্বাদ রূপে দেখছে ভক্তরা

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ঢাক, ঢোল, কাসর, ঘণ্টা, ধুপ আর আরতি। দেবী বিদায় ক্ষণেও মণ্ডপে মণ্ডপে যেন উৎসবের রঙ। বিজয়া দশমীতে ঢাকের বাদ্য ও উলুর ধ্বনিতে যেন তারই প্রতিচ্ছ্ববি।

কষ্ট ভুলে থাকতে ও দেবীকে বিদায় জানানোর আগে সিঁদুর খেলায় মেতে উঠেন সনাতন ধর্মালম্বীরা। দর্পণ বিসর্জনের পর দেবীর পায়ে ছুঁয়ে একে অপরের গালে মাখিয়ে দেন সিঁদুর।

আসছে বছর আবারও দেবী আরাধনায় থাকবে আনন্দ আয়োজন। সেই কামনায় মন্দিরে মন্দিরে চলে বিশেষ প্রার্থনা। বিসর্জনের বিদায়ের আগেও আনন্দে সিক্ত ভক্তদের হৃদয়।

এবছর দেবী দুর্গার বাহন ঘোড়া। যা মর্ত্যে অরাজকতা ও হানাহানির ইঙ্গিত। তবে সেই ইঙ্গিতকে আশীর্বাদ রূপে নিয়ে সম্প্রীতির বার্তা দিচ্ছেন ভক্তরা।

জাত,ধর্ম,বর্ণ সব পিছে ফেলে সিঁদুর খেলা যেন সম্প্রীতির এক মিলনমেলা হয়ে উঠেছে।

মাতৃরূপ দেবীকে এক বছরের জন্য বিদায়ের ক্ষণে সনাতন ধর্মালম্বীরা নারীরা নিজেদের রাঙিয়ে তোলেন সিঁদুরের রঙে।

Link copied!