বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মঞ্চস্থ হচ্ছে ঐতিহ্যবাহী যাত্রাপালা রীতির নিরীক্ষামূলক উপস্থাপনা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘বিসর্জন’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় ও গত ১ জানুয়ারিতে শুরু হয়ে এর মঞ্চায়ন চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।
প্রতিদিন সন্ধ্যা ৬:৩০টায় নাটমণ্ডল মিলনায়তনে এর মঞ্চায়ন হবে।
এর নির্দেশনায় রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান। এছাড়া, নাটকটির প্রযোজনা এবং তত্ত্বাবধানে আছেন রহমত আলী।
উল্লেখ্য, মঞ্চস্থলে বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।