যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত নিলাম হাউস আয়োজিত নিলামে একটি চিত্রকর্ম বিক্রি হয়েছে রেকর্ড ৩ কোটি ৪৯ লাখ ডলারে।বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০০ কোটি টাকা। মহাদেশটির কোনো শিল্পীর চিত্রকর্মের এটিই সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড।
লাতিন আমেরিকার মেক্সিকোর শিল্পী ফ্রিদা কাহলো। ১৯০৭ সালে জন্ম নেয়া ফ্রিদা কাহলো মাত্র ৪৭ বছর বয়সে ১৯৫৪ সালে মারা যান।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নিলামে ‘ডিয়েগো’ এবং ‘আমি’ শীর্ষক শিল্পীর আত্মপ্রতিকৃতিটির দাম ওঠে ৩ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার। এর আগে এই চিত্রকর্মটি ১৯৯০ সালে বিক্রি হয়েছিল ১৪ লাখ ডলারে।
মেক্সিকান ম্যুরালিস্ট ডিয়েগো রিভেরার সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় ফ্রিদা কাহলোর। চিত্রকর্মটিতে দেখা যায়, ছল ছল চোখে কাহলোকে দেখা যাচ্ছে যার কপালে রয়েছে স্বামী দিয়েগো রিভেরা। শিল্পীর এই আত্মপ্রতিকৃতির নাম তার ভাষায় দিয়েগো ই ইয়ো বা ডিয়েগো এবং আমি।
খবরে বলা হয়, রেকর্ড মূল্যে চিত্রকর্মটি কিনেছেন আর্জেন্টিনার একটি জাদুঘরের প্রতিষ্ঠাতা এডুয়ার্ডো এফ কোসানটিনি।