থার্টি ফার্স্ট নাইটে আতশবাজির শব্দে তানজীম উমায়ের নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। আতশবাজির শব্দে প্রচন্ড ভয় পাবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থা মারা যায় শিশুটি। চার মাস বয়সী শিশুটির হৃদযন্ত্রে ছিদ্র ছিল।
শব্দে ভয় পায় শিশুটি
থার্টি ফার্স্ট নাইটের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেন তানজীম উমায়ের বাবা ইউসুফ রায়হান বলেন, আতশবাজির বিকট শব্দে ছেলেটা বারবার কেপে উঠছিল। তার সামনে গেলেই ভয়ে আঁতকে উঠছিল, দূরে সরে যাচ্ছিল। সারা রাত আতঙ্কে কাটে তার, শ্বাসকষ্টও হচ্ছিল। বিকট শব্দের এক পর্যায়ে আমি ও আমার স্ত্রী আমাদের ছেলেটাকে জড়িয়ে ধরি। বুকে তার মাথা রাখি। ছেলেটা তখনো স্বাভাবিক হচ্ছিল না। কে জানতো, পরের দিনই আমাদের ছেড়ে যাবে সে।
ফেব্রুয়ারিতে অপারেশন ছিল
উমায়েরের বাবা ইউসুফ রায়হান বলেন, আমার বাবু মায়ের পেট থেকেই হৃদযন্ত্রে ছিদ্র নিয়ে এসেছিল। প্রথমে রোগ ধরতে না পারলেও আমরা বিভিন্ন হাসপাতালে তার টেস্ট করাই। অবশেষে রোগ শনাক্ত করতে পেরে চিকিৎসকরা ফেব্রুয়ারিতে তার অপারেশনের ডেট দেন। উমায়েরের শ্বাসকষ্টও ছিল। সে অল্প শব্দেই কেঁপে উঠত, ভয় পেত।