গোপালগঞ্জে শেখ রকিব, মুকসুদপুরে শিমুল মেয়র নির্বাচিত

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৫, ২০২২, ১০:৩৬ পিএম

গোপালগঞ্জে শেখ রকিব, মুকসুদপুরে শিমুল মেয়র নির্বাচিত

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেন ও মুকসুদপুর পৌরসভায় আশ্রাফুল আলম শিমুল বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

গোপালগঞ্জ পৌরসভায় উন্মুক্ত নির্বাচন দেয়া হলেও প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেনের পক্ষে তার প্রতিদ্বন্দ্বি নয় জন প্রার্থী নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ান। তাই বিনা প্রতিদ্বন্ধিতায় তিনি বেসরকারিভাবে জয়ী হলেন।

অন্যদিকে, মুকসুদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় ভাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান মিয়াকে দলীয় মনোনয়ন (নৌকা প্রতিক) দিলেও তিনি স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আশ্রাফুল আলম শিমুলের কাছে পরাজিত হয়েছেন। নৌকা প্রতিকের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়ই আসতে পারেননি।

নির্বাচনে আশরাফুল আলম শিমুল পেয়েছেন ৬১৫৪ ভোট। অন্যদিকে, নৌকা প্রতীকের প্রার্থী আতিকুর রহমান মিয়া পেয়েছেন ৬০৪ ভোট । গোপালগঞ্জের দুই পৌরসভা নির্বাচনই ইভিএমে অনুষ্ঠিত হয়েছে।

Link copied!