টিপুর শরীরে গুলির ১৩টি ক্ষত: সুরতহাল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৫, ২০২২, ০৮:৩০ পিএম

টিপুর শরীরে গুলির ১৩টি ক্ষত: সুরতহাল

ঢাকার শাহজাহানপুরে প্রকাশ্য রাস্তায় হত্যাকাণ্ডের শিকার সাবেক আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুর শরীরে গুলির ১৩টি ক্ষত পাওয়ার কথা বলা হয়েছে পুলিশের সুরতহাল প্রতিবেদনে।

বৃহস্পতিবার রাতে ওই হামলায় টিপু ছাড়াও নিহত হন কলেজ শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতি; তার শরীরে দুটি গোলাকার ক্ষতের কথা সুরতহালে উল্লেখ করেছে পুলিশ।

টিপু ছিলেন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। শাহজাহানপুরের আমতলী এলাকায় মানামা ভবনের সামনের সড়কে রাত ১০টার দিকে তার গাড়ির পাশে দাঁড়িয়ে এলোপাতাড়ি গুলি করে হেলমেট পরা এক অস্ত্রধারী।

ওই সময় টিপুসহ গাড়ির কাছেই রিকশায় থাকা বদরুন্নেছা সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতিও গুলিতে নিহত হন। আহত হন টিপুর গাড়ি চালক মুন্না।

টিপুর সুরতহাল প্রতিবেদনে বলা হয়, গলার বাঁ পাশে একটি, বুকের বাম পাশের উপরের দিকে একটি, পেটের মধ্যস্থলে একটি, বুকের বাঁ পাশের বগলের কাছাকাছি একটি, বাঁ কাঁধের উপরে ও নিচে দুটি, পিঠের বাঁ পাশে কোমর বরাবর ওপরে চারটি, পিঠের ডানপাশে একটি, ডান নিতম্বে তিনটি গোলাকার ক্ষত চিহ্ন রয়েছে।

সুরতহাল করার সময় ক্ষতচিহ্ন দিয়ে ‘রক্ত ঝরছিল’; এছাড়া বুকের ডানপাশে এক ইঞ্চি থ্যাঁতলানো কালো জখম ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন শাহজাহানপুর থানার পরিদর্শক ঠাকুর দাস মালো।

প্রতিবেদনে বলা হয়, নিহতের স্ত্রী, সন্তান, নিকট আত্মীয়, ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত লোকজন জিজ্ঞাসাবাদে জানায়, ‘পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা দুষ্কৃতকারী’ এলোপাতাড়ি গুলি ছুড়লে টিপু গুরুতর জখম হন এবং হাসপাতালে মারা যান।

টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নারী কাউন্সিলর। হামলার ঘটনায় শুক্রবার সকালে তিনি শাহজাহানপুর থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

মামলার এজাহারে বলা হয়, “আমার স্বামীর গলার ডান পার্শ্বে, বুকের বাঁ পাশের উপরে, বুকের বাঁ পার্শ্বে বগলের কাছাকাছি, পেটের মধ্যভাগে নাভির উপরে, বাঁ কাঁধের উপরে ও নিচে, পিঠের বাঁ পার্শ্বে মাঝামাঝি স্থানে, পিঠের বাঁ পার্শ্বে কোমর বরাবর, পিঠের ডান পার্শ্বে কোমরের উপরে একাধিক স্থানে, পিঠের ডান পার্শ্বের বাহুর নিচে ও নিতম্বের ডান পাশের নিচে একাধিক স্থানে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক গুরুতর রক্তাক্ত জখম হয়।”

Link copied!