প্রথম জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসব স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৭, ২০২২, ০৬:২৮ পিএম

প্রথম জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসব স্থগিত

করোনার নতুন ভ্যারিয়েন্টসহ পরিস্থিতির অবনতির কারনে আগামী ৮ ও ৯ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসব সাময়িক স্থগিত করা হয়েছে। করোনা মহামারির তীব্রতা বৃদ্ধি পেলে প্রঙ্গাপন জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রঙ্গাপনে বলা হয়েছে, আগামি ১৪ দিন সকল শিক্ষার্থী হলে থাকবে। কোন শিক্ষার্থী হল থেকে বের হতে পারবে না। সকল ক্লাস হবে অনলাইনে। 

এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত করার সিদ্ধান্ত নেয় প্রথম জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসবের আয়োজক কমিটি।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সভাপতি রুদ্রনীল আহমেদ দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয় প্রঙ্গাপন জারি করে দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ভিতর কোন ধরনের সমাগম করা যাবে না। সেহেতু আমরা এই মুহূর্তে কোন প্রোগ্রাম করতে পারছি না। যখন বিশ্ববিদ্যালয় আবার পুনরায় খুলে যাবে এবং ছাত্র-ছাত্রীদের সমাগম বাড়বে তখন আমরা এই উৎসবটি আয়োজন করব। 

Link copied!