বদরুন্নেসার শিক্ষার্থীকে ধর্ষণ হুমকি : বাস চালক ও সহকারী রিমান্ডে

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২২, ২০২১, ০৫:১৫ পিএম

বদরুন্নেসার শিক্ষার্থীকে ধর্ষণ হুমকি : বাস চালক ও সহকারী রিমান্ডে

রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার মামলায় ঠিকানা পরিবহনের বাসচালক মো. রুবেল ও তার সহকারী মো. মেহেদী হাসানের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ২২ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন। 

সাত দিনের আবেদন করা হয়

মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার সাব-ইন্সপেক্টর কৃষ্ণপদ মজুমদার দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, গত ২০ নভেম্বর সকালে ওই শিক্ষার্থী শনিরআখড়া থেকে বদরুন্নেসা কলেজের উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে ওই শিক্ষার্থীর সাথে বাসের কন্ট্রাকরের সাথে ভাড়া নিয়ে বাকবিতন্ডা হয়। বাস থেকে নামার সময় তাকে বলে একা পেলে দেখে নেবে এবং খারাপ কাজ করার কথা বলে। এক পর্যায়ে অজ্ঞাত কন্ট্রাকটর অসৎ উদ্দেশ্যে ওই শিক্ষার্থীর ওড়না ধরে টান দেয় এবং খারাপ কাজ করার কথা বলে। পরবর্তীতে বিষয়টি নিয়ে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বিচার চেয়ে রাস্তা অবরোধ করে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ঘটনার মুল রহস্য উদঘাটন, আপত্তিকর কার্যকলাপের বিষয়ে জিজ্ঞাসাবাদ, এ অপরাধ সংঘটনসহ আরও কোনো অপরাধে জড়িত আছে কি না, মেয়েদের সাথে সর্বদা আপত্তিকর ঘটনা ঘটানো তাদের নেশা  ও পেশা কি না  তা জানার জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন।

শুনানিকালে আসামিদের পক্ষে অ্যাডভোকেট ফিরোজ মোল্লা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন,‘একটি বাসে ৫০/৬০ যাত্রী থাকে। সেখানে কোনো মেয়ে তো দূরের কথা একটা ছেলেকেও কিছু বললে সবাই প্রতিবাদ করে। সেখানে কিভাবে একটি মেয়ের সাথে এ আচরণ করবে। এটা সঠিক না। তারা ৬ বছর গাড়ীতে কাজ করে। আগে কখনো আদালতে আসেনি। আসামিদের রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থণা করছি। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের রিমান্ডের আদেশ দেন।

এদিকে এদিনই ভিকটিম শিক্ষার্থী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি প্রদান করে। এরপর তাকে তার বাবার জিম্মায় যাওয়ার আদেশ দেন আদালত।

ওই শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় ভিটিমের বাবা চকবাজার থানায় এ মামলা দায়ের করেন। এরপর গত রোববার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আসামিদেরকে গ্রেপ্তার।

Link copied!