মার্চ ৯, ২০২১, ০৩:২৮ পিএম
খুলনার বাঘমারাতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেছেন তিন দিনের শুভেচ্ছা সফরে আসা ভারতীয় যুদ্ধজাহাজের নৌবাহিনীর কমান্ডাররা। এরপর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
মঙ্গলবার সকালে নৌবাহিনীর যুদ্ধজাহাজের প্রতিনিধিরা পর্যায়ক্রমে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিস্থলে ও ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিদর্শন করেন।
ঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সফরে আসা ভারতীয় দুটি যুদ্ধ জাহাজ গত ৮ মার্চ সকালে মোংলা বন্দরে এসে পৌঁছায়। ওই দিন সকাল ১১টায় ভারতীয় নৌ বাহিনীর ‘আই এন এস কুলিশ’ ও ‘সুমেদা’ নামে যুদ্ধ জাহাজ দুটি বন্দর জেটির ৯ নম্বর ইয়ার্ডে নোঙ্গর করে। সেসময় বাংলাদেশ নৌ বাহিনীর মোংলা ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম মোশারেফ হোসেনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে জাহাজ দুটিকে স্বাগত জানান।
এর আগে সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বানৌজা গোমতী তাদের স্বাগত জানায়। ১৮ জন কর্মকর্তা ও ১৬০ জন নাবিকসহ কুলিশের নেতৃত্বে আছেন কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রি এবং ২০ জন কর্মকর্তা ও ১৩০ জন নাবিকসহ সুমেধার নেতৃত্বে রয়েছেন কমান্ডার গৌরব দুর্গাপাল। সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা নৌবাহিনীর জাহাজ বা ঘাঁটিসহ মোংলা ও খুলনার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
জাহাজ দুটির এই শুভেচ্ছা সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। তিন দিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি আগামীকাল ১০ মার্চ বাংলাদেশ ত্যাগ করবে।