মোস্তাফিজার রহমান ফিজার ফের রংপুরের নগর পিতা নির্বাচিত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২২, ১২:১২ এএম

মোস্তাফিজার রহমান ফিজার ফের রংপুরের নগর পিতা নির্বাচিত

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে দ্বিতীয় বার মেয়র নির্বাচিত হলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে নগরীর শিল্পকলা একাডেমি হলরুমে ২২৯ কেন্দ্রের সব কটির ফলাফল গণনা শেষে জাপার এই প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন রসিক নির্বাচনি রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

রিটার্নিং কর্মকর্তার দেওয়া ফলাফলে আরও জানা যায়, মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী (হাতি) পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট, আওয়ামী লীগ মনোনীত অ্যাড. হোসনে আরা লূৎফা ডালিয়া (নৌকা) পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট, আবু রায়হান (ডাব) পেয়েছেন ১০ হাজার ৫৪৯ ভোট, খোরশেদ আলম (গোলাপ ফুল) পেয়েছেন ৫ হাজার ৬৮৮ ভোট, শফিয়ার রহমান (মশাল) পেয়েছেন ৫ হাজার ১০৬ ভোট, তৌহিদুর রহমান মণ্ডল (দেয়াল ঘড়ি) পেয়েছেন ২ হাজার ৮৬৪ ভোট এবং মেহেদী হাসান বনি (হরিণ) ২ হাজার ৬৭৯ ভোট।

এবারের রসিক নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অংশগ্রহণ করলেও বিএনপি মেয়র পদে কোনো প্রার্থী দেয়নি। পাশাপাশি কোনো প্রার্থীকে সমর্থনও দেয়নি দলটি।

রসিক নির্বাচনে মোট প্রার্থী ২৬০ জন। এক্ষেত্রে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী ছিলেন।

রসিক নির্বাচনে মেয়র প্রার্থী: আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন।

রংপুরে ৩৩টি ওয়ার্ডে মোট দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার ছিল। ২২৯টি কেন্দ্রে এবারের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো।

Link copied!