রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের চুরি যাওয়া অর্ধকোটি টাকার যন্ত্র উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৩, ১০:৪০ পিএম

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের চুরি যাওয়া অর্ধকোটি টাকার যন্ত্র উদ্ধার

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি যাওয়া প্রায় অর্ধকোটি টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন ঢাকায় জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে যন্ত্রটি উদ্ধার করে রামপাল থানার পুলিশ।

আজ শুক্রবার দুপুরে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুদ্দীন থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটকরা হলেন পিরোজপুর সদরের নরখালী গ্রামের নুরুল আলমের ছেলে রাব্বি ইসলাম ওরফে গোলাম রাব্বি (২৪), ফকিরহাট উপজেলার খাজুরা লখপুর গ্রামের শামসুল আলমের ছেলে আ. করিম (২৭), রামপাল উপজেলার চিত্রা গ্রামের প্রকাশ শীলের ছেলে কার্তিক শীল (২৫) ও বর্ণিত গ্রামের বাচ্চু শেখের ছেলে বাদশা শেখ (২৩)।

সংবাদ সম্মেলনে বলা হয়, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তালাবদ্ধ একটি কক্ষ থেকে ৪৭ লাখ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন চুরি হয়। এ ঘটনায় গত ১৬ জানুয়ারি রামপাল থানায় একটি মামলা করেন তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সিকিউরিটি ও প্রশাসন) মো. অলিউল্লাহ। পরে বাগেরহাট পুলিশ সুপারের নির্দেশনায় বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

একপর্যায়ে প্রাথমিকভাবে কয়েকজনকে শনাক্ত করে তাঁদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মেশিনটি চুরির কথা স্বীকার করেন। পরে ঢাকার যাত্রাবাড়ী থানার কোনাপাড়ার এলাকার একটি বাড়ি থেকে মেশিনটি উদ্ধার করা হয়।

Link copied!