কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) পাঁচ সদস্যকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)এর সদস্যরা। শনিবার (৯ অক্টোবর) ভোররাতে উখিয়ার কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হচ্ছেন— কুতুপালং ক্যাম্পের সাব-মাঝি মো. খালেদ হোসেন (৩৩), ১/ইস্ট ক্যাম্পের মাস্টার সৈয়দ আমিন (৩৮), মো. শাকের (৩৫), মোহাম্মদ কলিম (১৮) এবং মো. ইলিয়াস (২২)।
অভিযোগ রয়েছে তারা আরসার সদস্য পরিচয় দিয়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় চাঁদাবাজি, অপহরণ, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল।
এপিবিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে রোহিঙ্গা শীর্ষ নেতা মহিবুল্লাহ নিহত হওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরসাকে দায়ী করা হয়েছিল।