মার্চ ২১, ২০২৩, ০৬:১১ পিএম
রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় ভবন বিস্ফোরণের ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নূরনবী মারা গেছেন। ঘটনার ১৬দিন পর মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিইউতে মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিৎ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, খুবই দুঃখজনক ঘটনা। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। তবে তাঁকে বাঁচানো যায়নি। তাঁর বাবার সাথে কথা বলেছি। তারা এসেছেন। পরবর্তী যা করার আমরা করব।
নূরনবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। পড়ালেখা শেষে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল তাঁর। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে।
৫ মার্চ (রবিবার) সকাল পৌনে ১১টার দিকে সায়েন্সল্যাব এলাকার শিরিন ভবনের তিনতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঠিক ওই সময়ে তিনি কোচিংয়ে যাওয়ার উদ্দেশে বঙ্গবন্ধু হলের পকেট গেট দিয়ে নিউমার্কেট এলাকায় ঢোকেন নূরনবী। বিস্ফোরণের সময় ভবনের নিচ দিয়ে যাচ্ছিলেন তিনি। এতে গুরুতর আহত হন তিনি।
বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। ভবনে বিস্ফোরণ নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট জানিয়েছে, জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে।
নূরনবীর মৃত্যুতে শোক নেমে এসেছে বন্ধু মহলসহ হল ও বিভাগে। অনেকেই তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আবেগঘন পোস্ট দিচ্ছেন।