স্বর্ণালঙ্কার-অর্থ আত্মীয়স্বজনের কাছে রেখে বা নিজের সাথে নিয়ে যান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৩, ১১:৩৭ পিএম

স্বর্ণালঙ্কার-অর্থ আত্মীয়স্বজনের কাছে রেখে বা নিজের সাথে নিয়ে যান

প্রতিবারই ঈদে ফাঁকা ঢাকায় ঘটে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা। এবার আর সেই সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ঈদে ঘরমুখো যাত্রীদের মূল্যবান স্বর্ণালংকার ও টাকা-পয়সা আত্মীয়-স্বজনদের বাড়িতে রেখে বা নিজের সাথে নিয়ে যেতে অনুরোধও করেন তিনি।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

পুলিশের আইজি বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ তৎপর থাকবে পুলিশ। সোনার অলঙ্কারসহ মূল্যবান সম্পদ ফাঁকা বাড়িতে না রেখে নিকটাত্মীয়দের কাছে রেখে  অথবা নিজের সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধও করেন তিনি। ঈদগাঁয়ের মাঠে বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশ প্রধান।

সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ পুলিশের সব বিশেষায়িত দল প্রস্তুত আছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম।

মহাসড়কে নিরাপত্তার বিষয়ে পুলিশের এই মহাপরিদর্শক বলেন, “ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। চালকদের অনেক বেশি সচেতন হতে হবে। বেপরোয়াভাবেক গাড়ি চালালে পুলিশ ব্যবস্থা নেবে। এছাড়া, বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত থাকবেন।”

তিনি আরও বলেন, “ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। হাইওয়ে পুলিশও কাজ করছে। আশা করি এতে দুর্ঘটনা কমবে।”

ঘরমুখো যাত্রীদের উদ্দেশ্যে পুলিশ মহাপরিদর্শক বলেন, “পথে সহযাত্রী কিংবা কারো দেওয়া কোনোকিছু খাবেন না। এতে করে আপনি অজ্ঞান পার্টি কিংবা মলম পার্টির খপ্পরে পড়তে পারেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

ঈদে সড়কে ভোগান্তি সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা বলেন, “পদ্মা সেতুসহ প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্পগুলোর সুফল পাবে জনগণ। অতিরিক্ত গরমের কারণে দিনের বেলা মহাসড়কে চাপ কম থাকবে। রাতে বাড়বে, তাই আমরা সব বাহিনী একসঙ্গে কাজ করছি।

সম্প্রতি বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের বিষয়ে আইজিপি আরও বলেন, “অগ্নিসংযোগের ঘটনাগুলো নিবিঢ়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নেয়া হবে।”

Link copied!