করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে তার প্রতিরোধে কয়েক দফায় লকডাউন ও কঠোর লকডাউন আরোপের ফলে বন্ধ থাকার পর আজ রবিবার (২২ আগস্ট) থেকে হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদনের শুনানি শুরু হচ্ছে।
শনিবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আগাম জামিন আবেদনের শুনানি সংক্রান্ত রবিবারের কার্যতালিকা প্রকাশিত হয়েছে। এতে কোন কোন হাইকোর্ট বেঞ্চ আগাম জামিন আবেদন শুনতে পারবেন তার এখতিয়ার সংবলিত কার্যতালিকাও দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে আগামী ২২ আগস্ট থেকে হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ সমূহে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।’
দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে দেশের সব আদালতে বিচার কাজ সীমিত করা হয়। এ কারণে তখন থেকেই আগাম জামিন আবেদনের ওপর শুনানিও বন্ধ হয়ে যায়।