বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে চলমান ধর্মঘট প্রত্যাহার করেছেন রংপুরের শ্রমিকরা। ফলে ৩ দিন পর রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ ও বাস মালিকদের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট তুলে নেওয়া হয়।
রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ ডব্লিউ এম রায়হান শাহ ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিতে করেছেন। তিনি বলেন, 'রংপুর থেকে ঢাকাগামী বাস বন্ধ থাকার বিষয়ে জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মালিক ও শ্রমিকপক্ষের দাবি-দাওয়া বিষয়ে আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।'
বৈঠকে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আবু বকর সিদ্দীক, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, বিআরটিএ'র সহকারী পরিচালক ফারুক আলম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ, জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান লিপনসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক ও মালিকপক্ষের নেতারা অংশ নেন।