‘ভালো মানুষ’ বলে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রশংসা করলেন ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৩, ০৯:৩৬ পিএম

‘ভালো মানুষ’ বলে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রশংসা করলেন ফখরুল

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রশংসা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে কোনো প্রত্যাশা ছিল না। তিনি খাঁটি আওয়ামী লীগ নেতা ছিলেন। তবে মানুষ হিসেবে তিনি খুব ভালো মানুষ।”

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে আবদুল হামিদের বিদায় এবং নতুন রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ অনুষ্ঠানের পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, “মানুষ হিসেবে তিনি খুব ভালো মানুষ ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রাণবন্ত একজন মানুষ, পজিটিভলি দেখতেন সব কিছু। তবে তার ক্ষেত্রে সীমাবদ্ধতা তার যেটা আছে, সেটা তো আছেই।”

টানা ১০ বছর রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন আবদুল হামিদ। তার সময়ে দুটি সংসদ নির্বাচন হয়েছে। তার একটি বিএনপি বর্জন করলেও আরেকটিতে অংশ নেয়।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে আবদুল হামিদের ডাকে সাড়া দিয়ে বঙ্গভবনে সংলাপে বিএনপি অংশ নিয়েছিল। এর আগে, ২০১৬ সালে নতুন নির্বাচন কমিশন গঠনের সময় দলীয় প্রস্তাব উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদকে চিঠিও দিয়েছিল বিএনপি।  

রাষ্ট্রপতি আবদুল হামিদের দায়িত্ব পালনে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা-সাংবাদিকদেরে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এটা তো ইতিহাস বিচার করবে।”

এসময় বিএনপি মহাসচিব আরও বলেন, “তবে আমাদের দিক থেকে পরিষ্কার করে বলতে পারি যে, তার কাছে আমাদের প্রত্যাশাও ছিল না। কারণ প্রেসিডেন্ট হিসেবে তার খুব একটা করারও ক্ষমতা নাই। তিনি হচ্ছেন পুরোপুরিভাবে একজন খাঁটি আওয়ামী লীগের মানুষ। সেজন্য তার পক্ষে এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিৎ।”

প্রসঙ্গত, সোমবার (২৪ এপ্রিল) জমকালো রাষ্ট্রীয় অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে বিদায় জানানো হয়। বাংলাদেশের ৫২ বছরের ইতিহাসে এর আগে বঙ্গভবনে কোনো রাষ্ট্রপতির বিদায় অনুষ্ঠান হয়নি। বিদায়ের আগে মো. আবদুল হামিদ নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের দায়িত্ব হস্তান্তর করেন।

Link copied!