‘স্বাধীনতা পদকপ্রাপ্তদের বেশিরভাগই মন্ত্রী-প্রধানমন্ত্রীর আত্মীয়স্বজন’

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৪, ২০২২, ০৫:৫৭ পিএম

‘স্বাধীনতা পদকপ্রাপ্তদের বেশিরভাগই মন্ত্রী-প্রধানমন্ত্রীর আত্মীয়স্বজন’

বর্তমান সরকারের আমলে স্বাধীনতা পদকপ্রাপ্তদের বেশিরভাগই মন্ত্রী ও প্রধানমন্ত্রীর আত্মীয়স্বজন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পদক দেওয়া হলেও স্বাধীনতা পদক প্রদানে সরকার ‘আত্মীয়করণ’ করেছে বলে অভিযোগ তোলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “দেখেন এত ব্যর্থ, এত অযোগ্য তারা (সরকার) যে স্বাধীনতার পদক যেটা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করেছিলেন সেই স্বাধীনতার পদক নিয়ে তারা দুর্নীতি করেছে। যেখানে আমির হামজা নামের একজনকে তারা পদক দিয়েছে, যার সম্পর্কে... পরে বাতিল করে দিয়ে তার আবার নতুন করে তারা তদন্ত করছে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “শুধু তারই কেন? আরও যাদেরকে দিয়েছেন তাদেরটা তদন্ত করুন, তারা কারা? এদের বেশিরভাগই হয় তারা এই মন্ত্রীদের আত্মীয়স্বজন অথবা তারা প্রধানমন্ত্রীর আত্মীয়স্বজন- তাদেরকেই এই পদক দেওয়া হয়েছে এবার।”

এদিকে বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপনে চিকিৎসা ও সেবা কমিটির উদ্যোগে ‘স্বনির্ভর দেশ গঠনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভায় ৭ জন প্রখ্যাত চিকিৎসক মুক্তিযোদ্ধাকে তাদের অবদানের জন্য ক্রেস্ট প্রদান করা হয়েছে। 

ক্রেস্টপ্রাপ্তরা হলেন- অধ্যাপক ফরিদুল হুদা, অধ্যাপক মোবিন খান, অধ্যাপক শামসুল ইসলাম, ডা. সাহাদাত হোসেন, অধ্যাপক মোমিনুল ইসলাম, অধ্যাপক আব্দুল কুদ্দুস, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক আবদুল হক। এ ছাড়া বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আবদুস সালামকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

দেশের অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘অর্থনীতিবিদরা বলছেন- দেশে দারিদ্র্যের হার দুই পারসেন্ট বেড়ে গেছে। মানুষের ক্রয়ক্ষমতা একদম গেছে। এটা বাস্তবতা। দ্রব্যমূল্য এমনভাবে বেড়েছে, ইনফ্লেশন (মূল্যস্ফীতি) এমনভাবে বেড়েছে যে, মানুষের বেঁচে থাকা সম্ভব হচ্ছে না।

অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম।

Link copied!