২৫০ জন এসআইকে সারদা পুলিশ একাডেমি থেকে অব্যাহতি

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২২, ২০২৪, ০৬:১৮ এএম

২৫০ জন এসআইকে সারদা পুলিশ একাডেমি থেকে অব্যাহতি

বাংলাদেশ পুলিশ। সোর্সঃ সংগৃহীত

রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ৪০তম বাইরের ক্যাডেট ব্যাচের ২৫০ জন প্রশিক্ষণরত উপ-পরিদর্শক (এসআই)কে এক মাসেরও কম সময়ে,  গ্র্যাজুেশনের আগে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল সকালে একাডেমির প্রধান, প্রশিক্ষণার্থীদের বাড়ির ঠিকানায় অব্যাহতির চিঠি পাঠিয়েছেন, যা পুলিশ সদর দপ্তরের তিনজন সিনিয়র কর্মকর্তার দ্বারা নিশ্চিত করা হয়েছে। অব্যাহতির জন্য আনুষ্ঠানিক কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে শৃঙ্খলাভঙ্গ।

গত শুক্রবার প্রশিক্ষণার্থীদের তিন দিনের ছুটি দেওয়া হয়। তবে দ্যা ডেইলি স্টারের সূত্র মোতাবেক, শৃঙ্খলাভঙ্গের বিষয় ছাড়াও, পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে ৮০১ জন প্রশিক্ষণরত এসআইয়ের রাজনৈতিক সম্পর্কের একটি ব্যাকগ্রাউন্ড চেক পরিচালনা করা হয়েছে। 

এই তদন্তটি একটি গোয়েন্দা সংস্থা দ্বারা করা হয়েছিল, যা আওয়ামী লীগের সরকারের পতনের পর ৫ আগস্ট শুরু হয়।

"সংস্থার রিপোর্টের ভিত্তিতে, ২০ দিন আগে ২৫০ জন এসআইয়ের একটি তালিকা সারদা পুলিশ একাডেমির প্রধানের কাছে কার্যক্রমের জন্য পাঠানো হয়," নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা এমনটি জানিয়েছেন দ্যা ডেইলি স্টার কে।

৮ অক্টোবর, পুলিশ একাডেমির প্রশাসন ২৫০ জন প্রশিক্ষণার্থীদের বিরুদ্ধে শোকজ চিঠি জারি করে, তাদের শৃঙ্খলাভঙ্গের জন্য কেন প্রশিক্ষণ প্রোগ্রাম থেকে অব্যাহতি দেওয়া হবে না তার ব্যাখ্যা চেয়েছে। 

দ্যা ডেইলি স্টার এর পাওয়া একটি চিঠির কপি, এই ঘটনার বিস্তারিত বর্ণনা করে।

এই ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "রাজনৈতিক পরিচয়ে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫০ জন পুলিশকে অব্যাহতি দেয়া হয়েছে।"

Link copied!