রাজধানীর জুরাইন এলাকায় বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। বাসার গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
রবিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে জুরাইন মাদবর বাজার সলিমুল্লাহ রোড এলাকার মন্নান মাস্টারের চারতলা বাড়ির নিচতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাত ৩টার দিকে রাজধানীতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন-আলতাফ সিকদার (৭২), তার স্ত্রী মর্জিনা বেগম (৫৫), মেয়ে মুক্তা খাতুন (৩০), মেয়ের জামাই আতাহার (৩৫) ও নাতনি আফসানা (৫)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিস্ফোরণে দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “গভীর রাতে জুরাইন থেকে নারী-শিশুসহ দগ্ধ অবস্থায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে আতাহার আলীর ৫০ শতাংশ, আলতাব শিকদারের ২ শতাংশ, মুক্তা খাতুনের ৪৫ শতাংশ, মর্জিনা বেগমের ৫ শতাংশ ও শিশু আফসানার ২৫ শতাংশ ফেস বার্ন হয়েছে।”
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঁচজনের চিকিৎসা চলছে। বিস্ফোরণের ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।