উত্তরায় মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২১, ২০২৫, ০১:৫৯ পিএম

উত্তরায় মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

সোমবার, ২১ জুলাই দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ -৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি ১৩.০৬ মিনিটে উড্ডয়ন করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে বিকট শব্দে বিমানটি কলেজের চত্বরে আছড়ে পড়ে। ঘটনার সময় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

Link copied!