চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে হামলা- ছিনতাইয়ের অভিযোগ, আটক ৯

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১১, ২০২৩, ০১:০১ পিএম

চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে হামলা- ছিনতাইয়ের অভিযোগ, আটক ৯

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে ছিনতাই ও হামলার এ ঘটনা ঘটে। টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ট্রেনের বেশ কয়েকজন যাত্রী সাংবাদিকদের জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার ট্রেনটি বৃহস্পতিবার রাতে টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায় এবং এক পর্যায়ে ট্রেনটি থেমে যায়। তখন হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে বাহির থেকে পাথরের ঢিল ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এতে কয়েক যাত্রী আহত হন এবং অনেকেই আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন এবং ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন।

এ সময় যাত্রীদের ভয় দেখিয়ে মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন। ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেনের স্টুয়ার্ডসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলেও অভিযোগ করেন যাত্রীরা। 

স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে  বলেন, “আউটার সিগনালে ট্রেনটি দাঁড়ানোর কিছু সময় পর জানতে পারি কয়েকটি বগিতে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কয়েকটি বগিতে ঢুকতে না পেরে ইট পাটকেল নিক্ষেপ করছে তারা। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।” 

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, ৯৯৯- এ একজন যাত্রীর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে সে সময় কাউকে পাওয়া যায়নি। পরে টঙ্গী পূর্ব থানা ও আমরা সারারাত অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে ওই চক্রের ৯ সদস্যকে আটক করেছি। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ।

Link copied!