পরিস্থিতি গুরুতর হয়ে ওঠার আগেই রাজধানীর বঙ্গবাজার এলাকার গোল্ডেন প্লাজায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সোমবার (২১ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবাজার সংলগ্ন বরিশাল প্লাজা মার্কেটের পশ্চিম পাশের চার তলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে বলে জানান বাহিনীটির মিডিয়া অফিসার শাহজাহান শিকদার।
কর্তব্যরত কর্মকর্তার বরাতে এবং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ‘বরিশাল প্লাজায় আগুন’ লাগার বিষয়টি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হলেও দ্য রিপোর্ট ডট লাইভের প্রতিবেদক সরেজমিনে পরিদর্শন করে জানান, বরিশাল প্লাজা মার্কেটের পশ্চিম পাশে অবস্থিত গোল্ডেন মার্কেটের তৃতীয় তলায় আগুন লেগেছে।
তবে এই তথ্যবিভ্রাটের বিপরীতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো সংশোধনী জানানো হয়নি।
মিডিয়া অফিসার শাহজাহান শিকদার আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।মোট ৫ ইউনিটের যৌথ প্রচেষ্টায় রাত ৯টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।