২৯ ডিসেম্বর থেকে নির্বাচনি কড়াকড়িতে থাকবে বিজিবি-র‌্যাব-পুলিশ ও সশস্ত্রবাহিনী

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২২, ২০২৩, ০৪:৫২ পিএম

২৯ ডিসেম্বর থেকে নির্বাচনি কড়াকড়িতে থাকবে বিজিবি-র‌্যাব-পুলিশ ও সশস্ত্রবাহিনী

ছবি: সশস্ত্রবাহিনী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য ১৩ দিনের জন্য আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী মাঠে মোতায়েন করা হবে জানিয়ে এ বিষয়ে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

সেখানে বলা হয়, নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রে প্রতি ১৫-১৭ জন নিরাপত্তা সদস্য নিয়োজিত থাকবে।

সেখানে আরও বলা হয়, নির্বাচনের জন্য পুলিশ, র‌্যাব, বিজিবি, আর্মড পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও কোস্টগার্ড এবং সশস্ত্রবাহিনী ভোটের আগে-পরে ১৩ দিনের জন্য মোতায়েনের বিষয়ে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পযন্ত আইন শৃঙ্খলা বাহিনী ও  সশস্ত্রবাহিনী মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

এছাড়া পুলিশ, আনসার-ভিডিপিসহ ভোটকেন্দ্রের নিরাপত্তা সদস্যরা ৫ দিনের জন্য মোতায়েন হবে। ভোটের আগে দুই দিন থেকে তারা নিয়োজিত থাকবে।


 

Link copied!