মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ১২:৪৮ পিএম

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

ছবি: সংগৃহীত

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নাম আফনান আরা। সে একই এলাকার জসিম উদ্দিনের মেয়ে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা।

স্থানীয়দের বরাতে খোকন চন্দ্র রুদ্র জানান, রোববার সকালে সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে তীব্র সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে অন্তত এক ঘণ্টাব্যাপী গোলাগুলি চলে।

তিনি বলেন, ‍‍‘একপর্যায়ে একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সীমান্তের শূন্যরেখার দিকে পিছু হটে অবস্থান নেয়। এতে সকাল ৯টার দিকে আবারও উভয়পক্ষের মধ্যে তীব্র সংঘাতের ঘটনা ঘটে। এ সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলি সীমান্তের বাংলাদেশি এক বসত ঘরে আঘাত হানে। এতে বাংলাদেশি এক শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়।‍‍

খোকন চন্দ্র রুদ্র আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন। তবে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে ঘটনাস্থলে যেতে বাধা দেওয়ায় সেখানে পৌঁছানো সম্ভব হয়নি।

নিহত শিশুর লাশ এখনও বাড়িতে রয়েছে বলেও জানান তিনি।

Link copied!