ডোনাল্ড লুর চিঠিতে তফসিল ঘোষণায় প্রভাব পড়বে না : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৪, ২০২৩, ০৮:৫৯ এএম

ডোনাল্ড লুর চিঠিতে তফসিল ঘোষণায় প্রভাব পড়বে না : ইসি সচিব

সংগৃহীত ছবি

বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই চিঠি তফসিল ঘোষণার বিষয়ে কোন প্রভাব পড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (১৪ নভেম্বর)  নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এসব কথা বলেন।  

ভোট পিছিয়ে সংলাপের জন্য চিঠি পাঠিয়েছে ডোনাল্ড লু এই বিষয়ে ইসি কনসার্ন কি? তফসিলে প্রভাব পড়বে কি? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, অবশ্যই না। ডোনাল্ড লুর চিঠি সংলাপের কিনা এই বিষয়ে কমিশন অবগত নয়। কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক আলোকে যেভাবে রোড ম্যাপ প্রস্তুত করেছে সেইভাবে কাজ করবে।

উল্লেখ্য, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড লুর চিঠিতে শর্তহীন সংলাপের আহ্বানও জানানো হয়েছে।

বুধবারের তফসিল বিষয়ক বৈঠক প্রসঙ্গে ইসি সচিব বলেন, কবে কখন কিভাবে তফসিল হবে- সেটা আগামীকাল সকাল ১০টায় সংবাদ সম্মেলন করে জানানো হবে। যা কিছু আছে তা আগামীকাল সকাল ১০টায় জানানো হবে।

সিইসির ভাষণ সম্পর্কে তিনি বলেন, ৭০ বা এর পরবর্তী যতগুলো নির্বাচন হয়েছে সেখানে তফসিল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশন রেওয়াজ অনুসারে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। তবে ভাষণ সন্ধ্যায় না আগে রেকর্ডকৃত নাকি লাইভ এমন প্রশ্নের জবাবে তিনি সকাল ১০টায় জানাবে।

রাজনৈতিক দল তফসিল প্রতিহত করতে যাচ্ছে এজন্য কোন বাড়তি সতর্কতা নেয়া হবে কিনা এমন প্রশ্নে ইসি সচিব বলেন, আমার জানামতে এ জাতীয় কোন হুমকি নাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সাথে কমিশনের যে সভা করেছেন সেখানে তাদের যে নির্দেশনা দেয়া আছে সে অনুসারে ব্যবস্থা নিবে।

অনেক দল ইসি ঘেরাও করার কর্মসূচি করেছে এমন প্রশ্নে তিনি আরও বলেন, এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।

Link copied!