বান্দারবানের লামায় হাতি দিয়ে গাছ পাচার, সমস্যায় জর্জরিত স্থানীয়রা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২২, ২০২৪, ১২:৩৮ এএম

বান্দারবানের লামায় হাতি দিয়ে গাছ পাচার, সমস্যায় জর্জরিত স্থানীয়রা

বান্দারবানের লামার বন থেকে ৩০ বছর ধরে বিভিন্ন মাতৃগাছ ও বনজ ঔষধি গাছ কেটে চট্টগ্রামসহ সারাদেশে পাচার করা হচ্ছে বলে অভিযোগ এনেছে স্থানীয় জনগন।

উক্ত অঞ্চলে বসবাসরত ব্যক্তিদের অভিযোগ, গত ৩০ বছর ধরেই বন থেকে গাছ কেটে পাচার করা হচ্ছে। পাহাড় কেটে, ঝিরির পানি প্রবাহ বন্ধ করে ২০ কিলোমিটারের বেশি রাস্তা তৈরি করে গাছগুলোকে ট্রাকে করে চট্টগ্রামসহ সারা দেশে পাচার করা হচ্ছে। এই বন থেকে ২৫০টি মাতৃগাছ ও বনজ ঔষধি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

এই সিন্ডিকেটের পেছনে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও উপজেলা যুবলীগের সদস্য মোরশেদ আলম চৌধুরী জড়িত বলে জানান তারা।

যে বন থেকে গাছ কেটে নেওয়া হচ্ছে সেখানে বংশানুক্রমে বাস করেন স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী ম্রো সম্প্রদায়ের মানুষেরা। গাছ কাটা নিয়ে প্রতিবাদ করতে গেলে তাদের মামলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা। পুরোনো বড় গাছগুলো কেটে নেওয়ার প্রভাব পড়ছে প্রাকৃতিক পরিবেশের উপর। এসব গাছ নিয়ে যাওয়ার জন্য পাহাড় কেটে ও ঝিরির পানির প্রবাহ বন্ধ করায় পানীয় জলের সংকটে পড়ছেন স্থানীয় লোকজন।

ম্রো সম্প্রদায়ের মানুষেরা আরও জানান, ট্রাকে করে গাছের গুড়ি নিয়ে যাওয়ার জন্য দুর্বৃত্তরা ঝিরির পাশ দিয়ে পাহাড় কেটে রাস্তা তৈরি করে নিয়েছে।

এই বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, অভিযোগ শোনার সঙ্গে সঙ্গে গত বুধবার আমরা অভিযান চালিয়েছি সেখানে। রাস্তা দুর্গম হওয়ায় যতদূর গাড়ি নিয়ে যাওয়া গেছে ততদূর গিয়েছি। এর মধ্যে জানতে পেরেছি মোরশেদ আলমের নামে আগেও অনেক অভিযোগসহ মামলা আছে। এবারও মামলা করা হবে। পরিবেশ ও বন ধ্বংসের দায়ে পরিবেশ আইনে নিয়মিত মামলা করা হবে।

 

Link copied!