জুলাই ২৬, ২০২৪, ০৫:৫৮ পিএম
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য যা যা করা দরকার সরকার সবই করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শুক্রবার (২৬ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের যাবতীয় খরচ বহন করবে সরকার। হতাহতদের প্রয়োজনে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
এ ছাড়া আহতদের বিষয়ে তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করবে তাঁর সরকার।
ঢাকা মেডিকেলে তিনি সহিংসতাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনে বিক্ষোভ ও এর পরবর্তী সংঘাতে নিহতের সংখ্যা এখনও পর্যন্ত ২০৪ জনে উপনীত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।