জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী

‘আমার বিশ্বাস, উচ্চআদালত থেকে ন্যায়বিচার পাবে ছাত্রসমাজ’

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৭, ২০২৪, ০৭:৪৬ পিএম

‘আমার বিশ্বাস, উচ্চআদালত থেকে ন্যায়বিচার পাবে ছাত্রসমাজ’

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমার বিশ্বাস, ছাত্রসমাজ উচ্চআদালত থেকে ন্যায়বিচার পাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার হওয়া জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন তিনি। এ সময় সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, “কোটা আন্দোলনের শুরু থেকেই সরকার ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে। আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতাও করেছে পুলিশ।”

তিনি “আন্দোলনে ঢুকে সন্ত্রাসীরা সুযোগ নিতে পারে” বলেও দাবি করেছেন। শেখ হাসিনা বলেছেন, “মানুষ যখন সুখেশান্তিতে ছিল, ঠিক সেই সময় এমন কোনও ঘটনা ঘটে যা বেদনাদায়ক। আমরা মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছি।”

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি আন্দোলনে সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়েছেন।

Link copied!