সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জলাবদ্ধতার কারণে দুর্ভোগের সম্মুখীন হয়েছেন এলাকাবাসী। জেলা শহরের বেশির ভাগ জনবসতি ও সড়কে এখন হাঁটু পানি জমে আছে। কোথাও কোথাও নৌকাযোগেও চলাচল করতে হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (২১ জুন) দুপুর থেকে বৃষ্টির দাপট কমে সুনামগঞ্জের আকাশে সূর্যের দেখা মেলে। এতে সেখানকার বন্যা পরিস্থিতির উন্নতি হতে থাকে। আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি না হলে ভয়াবহ বন্যার আশঙ্কা আর থাকবে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, পানি সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার মাত্র ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চেরাপুঞ্জিতে বৃষ্টি কম হচ্ছে। এতে পাহাড়ি ঢলের তোড় কমে আসছে। সবশেষ সুনামগঞ্জে মাত্র ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।