উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি ইশরাকের

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২১, ২০২৫, ১০:৪২ পিএম

উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি ইশরাকের

উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নিজ নিজ রাজনৈতিক দলে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান ইশরাক।

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে দুই উপদেষ্টাআসিফ মাহমুদ সজীব ভুঁইয়া (স্থানীয় সরকার) মাহফুজ আলম (তথ্য)—এর পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

তাঁর অভিযোগ, এই দুই উপদেষ্টার হস্তক্ষেপের কারণেই আদালতের রায় সত্ত্বেও তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে পারছেন না।

রাজধানীতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক বলেন, এই আন্দোলন কোনো ব্যক্তিগত ক্ষমতা বা পদ লাভের জন্য নয়, বরং জনগণের ভোটাধিকার একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন আদায়ের জন্য।

তিনি জানান, আদালতের রায়ে পূর্ববর্তী মেয়রের নির্বাচিত ঘোষণা বাতিল করে তাঁকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করেছে। এরপরও স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁর শপথ গ্রহণের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, ফলে কর্মসূচি অব্যাহত রাখতে হচ্ছে।

ইশরাক আরও বলেন, উপদেষ্টা হিসেবে থেকে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকা নিরপেক্ষ সরকারের চেতনার পরিপন্থী। তিনি ব্যক্তিগতভাবে দুই উপদেষ্টার সঙ্গে কোনো শত্রুতা বা বিরোধ না থাকলেও মনে করেন, তাঁদের উচিত পদত্যাগ করে নিজ নিজ রাজনৈতিক দলে সক্রিয় হওয়া।

তাঁর মতে, আন্দোলন এখন শুধু একটি মেয়রের দায়িত্ব গ্রহণের বিষয় নয়, বরং দেশের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা কতটা বিশ্বাসযোগ্য হবে, সেটিই নির্ধারণ করবে। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Link copied!