সেপ্টেম্বর ২২, ২০২৩, ০২:৩৯ এএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরব রাজনৈতিক দলগুলো মাঠ পর্যায়ের নেতাকর্মীদের গোছাতে অনেকটাই তৎপর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন। আর এরই পরিপ্রেক্ষিতে অক্টোবর মাস থেকে কর্মসূচি নিয়ে আসছে ক্ষমতাসীন দলটি। আর সেই কর্মসূচিতে দলটির সহযোগী ও অঙ্গসংগঠনগুলো সমন্বয় করে কাজ করবে। বিশেষ করে যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ একসাথে মাঠে নামছে।
বৃহস্পতিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের যুবলীগের অফিসে অভ্যন্তরীণ বৈঠক করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতারা। এর আগে গত ২৮ জুলাই রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যৌথ শান্তি সমাবেশ আয়োজন করে। শান্তি সমাবেশে বিপুল পরিমান নেতাকর্মীদের সমাগম হবার ফলে পরবর্তীতে এই তিন সংগঠন একসাথে কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় সফল হওয়ার পর আবারো সমন্বয় করে যৌথ কর্মসূচি নিয়ে মাঠে নামবে তিন সংগঠন।
এই বৈঠকে উপস্থিত ছিলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
দলীয় সূত্রে জানা যায়, আগামী মাস থেকে নতুন কর্মসূচি নিয়ে আসছে আওয়ামী লীগের এই তিন সংগঠন। সেসব কর্মসূচি বাস্তবায়নের রোড ম্যাপ হিসেবে আজকে এই অভ্যন্তরীণ বৈঠক করেন তারা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকবে এই সংগঠনের নেতাকর্মীরা এবং তারা সমন্বয় করেই আগামী কর্মসূচি গুলো প্রণয়ন করবে বলে জানা যায়।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা জানান, সম্প্রতি টানা আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ সেই ধারাবাহিকতা বজায় রেখে নেতাকর্মীদের চাঙ্গা রাখতেই আগামীর কর্মসূচি গুলো সাজানো হয়েছে। তবে এখনই জানা যায়নি কেমন হবে আগামীর কর্মসূচি ধরন দলীয় সুত্র বলছে আগামী মাস থেকে এই টানা কর্মসূচি ঘোষণা দিবে এই তিন সংগঠন।