জুলাই ১৭, ২০২৪, ০৮:১০ পিএম
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত ৬ শিক্ষার্থী হত্যার ন্যায়বিচার নিশ্চিতে বিচার বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার হওয়া জাতির উদ্দেশে ভাষণে এই আশ্বাস দেন তিনি। এ সময় সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ‘আমার বিশ্বাস, উচ্চআদালত থেকে ন্যায়বিচার পাবে ছাত্রসমাজ’
তিনি বলেন, “আমি বিশ্বাস করি, যারা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত তাদের সঙ্গে সন্ত্রাসীদের কোনও সম্পর্ক নেই। সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করেছে। যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হবে। হত্যাকাণ্ডসহ যেসব অনভিপ্রেত ঘটনা ঘটেছে বিচার বিভাগীয় তদন্ত করা হবে।”
শেখ হাসিনা বলেন, “আন্দোলনের শুরু থেকেই সরকার ধৈর্যের পরিচয় দিয়েছে। আন্দোনকারীদের নিরাপত্তায় পুলিশ সহযোগিতা করেছে। রাষ্ট্রপতি বরারবর স্মারকলিপি দিতে সুযোগ করে দেয়া হয়। পরিতাপের বিষয় হলো কিছু মহল আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। চট্টগ্রামে ভবন থেকে ছাত্রদের নিচে ফেলে দেয়া হয়েছে। উপাচার্যদের বাসভনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। মেয়েদের হলে আক্রমণ ও লাঞ্ছিত করা হয়েছে।”
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কারবালার শোকাবহ ঘটনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে শাহাদাতবরণের ঘটনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “আপনজন হারানোর কষ্ট আমার চেয়ে আর কে জানে। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝড়ে গেল। আমি এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যা ঘটেছে তা কাম্য ছিল না।”
কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, “আন্দোলনের সুযোগ নিয়ে কিছু মহল বেদনাদায়ক ঘটনা ঘটিয়েছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। আমি ঘোষণা করছি, যারা হত্যা, লুটপাট করেছে, তাদের সবার বিচার হবে। আমি আরও ঘোষণা করছি, কাদের উসকানিতে এই সংঘর্ষ শুরু হলো সেই বিষয়ে তদন্ত হবে।”
আওয়ামী লীগ সভাপতি বলেন, “রাস্তায় আন্দোলনের নামে দুষ্কৃতিকারীদের অরাজকতা সৃষ্টির সুযোগ করে দেবেন না। আর আন্দোলনরত শিক্ষার্থীদের যেন কেউ কোনও ক্ষতিসাধন করতে না পারেন, সেই বিষয়ে এসব শিক্ষার্থীর মা-বাবাকে সতর্ক থাকতে হবে।”
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্ব্যর্থহীন ভাষায় জানান, “আমার বিশ্বাস, ছাত্রসমাজ উচ্চআদালত থেকে ন্যায়বিচার পাবে।”