নভেম্বর ১৯, ২০২৩, ০৭:৩৫ এএম
গঠনতন্ত্র অনুসারে রওশন এরশাদের এখতিয়ার নেই বলে জানান দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে অংশ নিবে জাতীয় পার্টির রওশনপন্থীরা। রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর এই তথ্য জানান সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। তবে দলীয় গঠনতন্ত্র অনুসারে রওশন এরশাদের এখতিয়ার নেই বলে জানান দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে ১২ টায় প্রবেশ করেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। চা আপ্যায়নের ফাঁকে আসন্ন সংসদ নির্বাচনের বিভিন্ন ইস্যু নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দলটির ঘনিষ্ঠসূত্র।
আগামী নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হয় সে বিষয়েও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করবেন তিনি। নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান কি হবে সে বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে পারেন বলেও জানা গেছে।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বঙ্গভবনে যাচ্ছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি ও কাজী মো. মামুনূর রশিদ।
জানা গেছে, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিয়ে রওশন এরশাদের অনুসারী নেতাকর্মীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। এ বিষয়ে আগ থেকে অনেক সিনিয়র নেতাকে জানানো হয়নি। যা আগ থেকে দলীয় ফোরামেও আলোচনা করা হয়নি। যারা দীর্ঘদিন ধরে বিরোধীদলীয় নেতার সঙ্গে রাজনীতি করছেন তাদের রাখা হয়নি বঙ্গভবনে সাক্ষাতের তালিকায়।