রাজধানীর উত্তরায় ডাকে সাড়া না দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে পরিচিত কয়েকজনের ছুরিকাঘাতে লিমন আহমেদ (১৮) নামে এক স্কুলশিক্ষার্থী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
বৃহস্পতিবার(১৭ আগস্ট) রাত ৮টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এই হতাহতের ঘটনা ঘটে। লিমন রাজধানীর আই ই এস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আগামী ২০২৪ সালে তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল বলে তার বন্ধু লিয়ন জানিয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম ঘটনাটি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।
লিমন ৫ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৯/ই বাসায় ভাড়া থাকত। জামালপুর জেলার সদর থানার গৈনাতপুর এলাকায় তাদের বাড়ি। তার বাবা আব্দুল খালেক একজন রিক্সা চালক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
লিমনের বন্ধু লিয়ন গণমাধ্যমকে বলেন, “আমরা উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডে জহুরা মার্কেটের সামনে থেকে চা খেয়ে বাসায় ফিরছিলাম। এ সময় এলাকার কয়েকজন বখাটে ছেলে ওবায়দুর ও মমিনুলসহ তিনজন লিমনকে ডাক দেয়। পরে তাদের ডাকে সাড়া না দেওয়ায় লিমনকে গালিগালাজ শুরু করে। পরে লিমন এ নিয়ে প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র লিমনের বুকে ঢুকিয়ে দেয়। পরে লিমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি উত্তরা পশ্চিম থানাকে জানিয়েছি।
উত্তরা পশ্চিম থানার ওসি মুহাম্মদ মাসুদ আলম জানান, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা হয়নি। আমরা অপরাধীদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।