ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন শহিদুল আলম

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১০, ২০২৫, ০৫:৪৭ পিএম

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন শহিদুল আলম

ছবি: সংগৃহীত

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। অন্যদের সঙ্গে শহিদুল আলমকে বহনকারী উড়োজাহাজটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

তুরস্কের সূত্র জানিয়েছে, টি.কে. ৬৯২১ নম্বর ফ্লাইটটি স্থানীয় সময় আনুমানিক দুপুর ২:৩০ মিনিটে ইস্তাম্বুলে পৌঁছানোর কথা।

আটক শহিদুল আলমকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

জানা গেছে, শহিদুল আলম গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ফ্রিডম ফ্লোটিলার অন্যতম জাহাজে ছিলেন, যেটিকে ইসরায়েলি বাহিনী আটক করে। এর পর থেকেই তার মুক্তি নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা চলছিল। তুরস্ক এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে তুরস্কের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে স্পষ্ট হয় যে, আটককৃত এই বিশিষ্ট বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে নিবিড় যোগাযোগ ও চেষ্টা অব্যাহত ছিল।

এর আগে শুক্রবার সকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে।

পোস্টে বলা হয়, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে, আজই শহিদুল আলমকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে আরও বলা হয়, শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সেসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তাকে মুক্ত করার জন্য দ্রুত উদ্যোগ নিতে বলা হয়।

Link copied!