অতিরিক্ত ভাড়া নেওয়ায় তিন লঞ্চকে জরিমানা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২২, ০৪:৩৬ পিএম

অতিরিক্ত ভাড়া নেওয়ায় তিন লঞ্চকে জরিমানা

বিআইডাব্লিউটিএর নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করছে না। আবার যাত্রীদের কাছ থেকে আদায় করছে অতিরিক্ত ভাড়া।  

বুধবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে অভিযান চালিয়ে এ প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অপরাধে তিনটি লঞ্চকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আবদুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার এই অভিযান পরিচালনা করেছেন।

এ সময় ঈগল-৭ কে ১০ হাজার টাকা, প্রিন্স শাকিল-৬ কে ৩ হাজার টাকা এবং এম ভি পুবালী-১ কে ১০ হাজার টাকাসহ তিন লঞ্চকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য টিকিট ক্রয়ে প্রতারিত হলে ভোক্তা হটলাইন 16121 নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হয়। এছাড়া প্রমাণসহ nccc@dncrp.gov.bd ইমেইলযোগে/ডাকযোগে/ কুরিয়ার সার্ভিসে/ সরাসরি অধিদপ্তরে অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!