ইয়াস বাংলাদেশে সরাসরি আঘাত হানবে না : ত্রাণ প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৬, ২০২১, ১০:৫৬ পিএম

ইয়াস বাংলাদেশে সরাসরি আঘাত হানবে না : ত্রাণ প্রতিমন্ত্রী

প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে আঘাত হানলেও বাংলাদেশে সরাসরি আঘাত হানবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের উপকূলে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আজ বুধবার (২৬ মে) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

এসময় প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত হানার আর কোনো আশঙ্কা নেই। এটি ভারতের উড়িষ্যার ওপর দিয়ে বয়ে যাচ্ছে । ঝড়ের তাণ্ডব বিকাল ৪টার মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে উপকূলবর্তী মোট ২৭টি উপজেলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের উড়িষ্যায় আঘাত হেনেছে। রাজ্যটির বালাসোরের কাছে ধামরায় ঘণ্টায় ১৩০-১৪০ কিমি বেগে আছড়ে পড়তে শুরু করেছে এটি। আগামী ৩ ঘণ্টা ধরে এই চলবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের উপকূলবর্তী এলাকার নিম্নাঞ্চল জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড়টি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুপুর ১২টা নাগাদ ধামরার উত্তর ও বালাসোরের দক্ষিণ দিক দিয়ে ভারতের উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ অতিক্রম করেছে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ৩-৪ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম শুরু করতে পারে।

 

 

Link copied!