`উনি তো ভুয়া লোক,উনার কথার মূল্য দেই না’

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৩:৫৬ পিএম

`উনি তো ভুয়া লোক,উনার কথার মূল্য দেই না’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ভুয়া লোক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এর আগে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতা কর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠিত হওয়া উচিত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

এ প্রসঙ্গে সাংবাদিকদের একপ্রশ্নের জবাবে বিএনপির এই স্থায়ী কমিটির নেতা বলেন, ‘ উনি (নূরুল হুদা) তো ভুয়া লোক। আমরা উনার কথার কোন মূল্য দেই না। মূল কথা, এই সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না, হবেও না। আর এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না, হতেও দেয়া হবে না।

নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ইস্যু না জানিয়ে মির্জা আব্বাস আরও বলেন, ‘ ইস্যু হলো, এই সরকারের অধীনে’ (কথা খুব পরিস্কার) নির্বাচন হতে পারে না।’যে সরকার নির্বাচনের রাতে বাক্স ভর্তি করে ফেলে, সেই সরকারের অধীনে কেমনে নির্বাচন চাই?

ডিজিটাল নিরাপত্তা আইনে সম্প্রতি মুফতি কাজী ইব্রাহিমের গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে বিএনপির এই স্থায়ী কমিটিরনেতা আরও বলেন,

‘এ দেশের জ্ঞানী-গুণী, ওলামা-আলেম, এদেরকে গ্রেফতার করে এ সরকার কাকে খুশি করতে চাচ্ছে? আমি ঠিক বুঝতে পারছি না। এমন কাউকে তারা খুশি করতে চায়, যারা নাকি আমাদের এখানে সেখানে নিপীড়ন করতে পারলে ভালোবাসে। নইলে গত ছয় মাসের মধ্যে কতগুলো আলেমকে হঠাৎ করে গায়েব করে দেওয়া হলো কী কারণে?’

‘নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হতে দেবেন না’ বিএনপির এই দাবি কিভাবে আদায় সম্ভব- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ঢাকা সিটি করপোরেশেনের সাবেক এই মেয়র বলেন,বিএনপি ইতিপূর্বে বহু দাবি আদায় করেছে। এবারও করবে। এটা সময়ের ব্যাপার।

আওয়ামী লীগের সিনিয়র নেতারা এমনকি দলীয় প্রধানও বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুর কোন সুযোগ নেই।

এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই নেতা আরও বলেন, ‘আওয়াসী লীগের কাছে আমার প্রশ্ন- তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপি করেছিল? এটা উত্থাপন করেছিল জামায়াত। আর সেটা আওয়ামী লীগ আনতে বলে। বিএনপি গণতন্ত্রকে শ্রদ্ধা করে বলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসে। কিন্তু এখন তারা বলছে, সুযোগ নেই। তো আওয়ামী লীগ পদত্যাগ করুক। এরপরে যেভাবে দেশ চলে চলবে। কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নির্বাচনে যাওয়া যাবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন-আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতা কে হবেন?

ওবায়দুল কাদেরের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের না ভাবলেই চলবে। তাদের নিজের চরকায় তেল দিতে বলেন যে, তারা কিভাবে ক্ষমতায় থাকবে। কারণ দেশের মানুষের মুখে মুখে কথা উঠেছে, আওয়ামী লীগ নেই, বিএনপি আছে।

Link copied!