কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মহত্যা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৮, ২০২২, ০৯:২২ এএম

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মহত্যা

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে গোলাম মোস্তফা (৩১) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি গতকাল মঙ্গলবার আত্মহত্যা করেছেন। গোলাম মোস্তফার বাড়ি মাদারীপুরের শিবচর থানার উতরাইল গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে টয়লেটের ভেন্টিলেটরের রডের সঙ্গে পরনের ট্রাউজারের ফিতা গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মোস্তফা। এ সময় অন্য দুই বন্দি তাঁকে উদ্ধার করেন।

পরে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

গোলাম মোস্তফার বিরুদ্ধে ডেমরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ২০২০ সালের ১৯ মার্চ তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২০২১ সালের ১১ জুলাই তাকে কাশিমপুর কারাগারে আনা হয়।

Link copied!