গাইবান্ধার পলাশবাড়ী ও ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।
বুধবার সকাল ৯ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক ( এসআই) সোলায়মান জানান, সবজি চাষী তাজু মিয়া (২৫), সবুজ মিয়া (৩০) ও অটোরিবশাচালক সোহেল মিয়া (৩৫) নিহত হয়েছেন। এর মধ্যে তাজু রংপুরের পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে, সবুজ মিয়া একই গ্রামের দুলা মিয়ার ছেলে এবং সোহেল একই গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড় যাচ্ছিল। পথে মহেশপুর এলাকায় সবজিবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাজু ও সোহেল নিহত হন। পরে আহত সবুজকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান। নিহতরা সবজি নিয়ে পলাশবাড়ী মহেশপুর সবজিহাটে আসছিলেন।
তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুর বলেন, একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বাগুন্দা মোড়ে পৌঁছালে বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ২ যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরও ৫ জন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সবুর আরও বলেন, নিহত দুজন হলেন—হনুফা বেগম (৫০) ও মাহমুদুল ইসলাম (৩০)। তাদের বাড়ি শেরপুরের ঝিনাইগাতি উপজেলায়। দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।